যশোর জিলা স্কুল আমাদের অহংকার এ রকম একটি বিদ্যাপীঠে আমার লেখা পড়া জীবন শুরু হয়েছিল। স্কুল জীবনের ফেলে আসা সোনালী দিন গুলো আমাকে এখনও হাত ছানি দিয়ে ডাকে। স্কুলের কথা বলতে নিজেকে গর্বিত মনে হয়।
নবীন প্রবীন এক প্রাণ এই মহা বন্ধনে মিলিত হবে জিলা স্কুলের প্রাক্তন ছাত্ররা যশোর জিলা স্কুল প্রাঙ্গনে ১৮৬ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন ছাত্র পূণর্মিলনীতে আনন্দ উৎসব মুখর পরিবেশে ফেলে আসা দিনকে স্মরণ করবে সবাই। পঞ্চম বারের মত প্রাক্তন ছাত্র সমিতির এ বারের আয়োজনটি সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে করা হচ্ছে। দারুন আয়োজনে “নবীন প্রবীণ এক প্রাণ”এ মেল বন্ধনের সাথে অনলাইনে রেজিষ্ট্রেশন করে যুক্ত হওয়ার জন্য প্রাক্তন ছাত্রদের প্রতি আমি সভাপতি হিসাবে আহবান জানাচ্ছি।
এ.জেড.এম সালেক
সভাপতি
যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি