বড় বড় পিলার। সামনে সবুজ মাঠ সু—দর্শন স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন সমৃদ্ধ এক আবেগের নাম যশোর জিলা স্কুল। উচ্চ শিক্ষার মহাসাগরে যে জ্ঞান নিয়ে যেতে হয় সেই জ্ঞান আহরণের আলোক দিশারী হয়ে প্রায় দুই শতাব্দী ধরে চলমান।
যশোর জিলা স্কুল প্রাঙ্গনে ১৮৬ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন ছাত্র পূণর্মিলনীতে উৎসব মুখর পরিবেশে পঞ্চম বারের মত নতুনের সাথে পুরাতনের—নবীনের সাথে প্রবীনের বন্ধন দৃঢ় হবে। ফেলে আসা দিনের যারা স্বপ্ন দেখেন তাদের স্বপ্নের সফল বাস্তবায়নে আমরা এগিয়ে চলেছি। প্রাক্তন ছাত্রদের প্রানের স্পন্দন দারুন আবেগ ছড়িয়ে দিবে বলে আমার বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি সম্পূর্ন ডিজিটালাইজড পদ্ধতিতে পরিচালিত হবে। পূণর্মিলনী উৎসবে সকল প্রাক্তন ছাত্রদের অনলাইনে রেজিষ্ট্রেশন করে যুক্ত হওয়ার জন্য আহবান জানাচ্ছি।
জনাব শাহিন চৌধুরী
সাধারণ সম্পাদক
যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতি